Bangla
2 days ago

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

রবিবার গাজীপুর সিটি কর্পোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় পুকুরে গোসল করার সময় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত জুনায়েদ (১০) এবং আব্দুল মোমেন (১১) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র এবং তাদের বাবা-মায়ের সাথে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকত।

স্থানীয়রা জানিয়েছেন, ছেলেরা সকাল ১১টার দিকে গোসল করতে পুকুরে গিয়েছিল। অনেকক্ষণ ধরে তারা ফিরে না আসায়, তাদের পরিবার খোঁজাখুঁজি শুরু করে।

কিছুক্ষণ পর পুকুরে তাদের মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারের অনুরোধের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন। 

Share this news