Bangla
6 days ago
গার্মেন্টস শিল্প নিয়ে পাশের দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে: শ্রম উপদেষ্টা
Published :
Updated :
গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বসুন্ধরায় গার্মেন্টস খাতের পণ্য উৎপাদনে সহায়তা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারী করা হবে না।
এসময় তিনি উল্লেখ করেন, অতীতে দুর্নীতির কারণে ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে, তবে এখন তৈরি হওয়া মাফিয়াদের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবে না।