গণ-অভ্যুত্থানের স্মৃতিতে জুলাই শহীদ স্মৃতি বৃত্তি পাচ্ছে ২০৪০ শিক্ষার্থী
Published :
Updated :
জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের ৭২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,০৪০ জন শিক্ষার্থীর মধ্যে ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ প্রদান করছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই অনুষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিরও সূচনা ঘোষণা করা হয়। উদ্বোধনী পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে প্রতীকীভাবে বৃত্তির চেক তুলে দেন ড. ইউনূস।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, জুলাই গণ-আন্দোলনে তরুণদের অসামান্য অবদানের স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর এই বৃত্তি প্রদান করে আসছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, ঐতিহাসিক এ অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩২ জন শিক্ষার্থী জীবন উৎসর্গ করেছিলেন।