Bangla
3 days ago

গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

Published :

Updated :

জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ সময়ে বিভিন্ন সরকারি অফিস, থানা, রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ, বিচারবহির্ভূত শাস্তি, চুরি-ডাকাতিসহ নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দেয়।

এই পরিস্থিতিতে, অনেক রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ জীবন বাঁচাতে ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন। এই সংকটময় পরিস্থিতিতে পরিচয় যাচাইয়ের চেয়ে জীবন রক্ষা করাকেই অগ্রাধিকার দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এ সময়ে ২৪ জন রাজনৈতিক নেতা, ৫ জন বিচারক, ১৯ জন প্রশাসনিক কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ সদস্য, ১২ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ৫১ জন নারী ও শিশু মিলিয়ে মোট ৬২৬ জনকে সাময়িকভাবে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল।

তখন শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে এসব মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অধিকাংশই এক বা দুই দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। আর ৫ জনের বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনগত প্রক্রিয়ায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানায়, এই ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ ও ১৯৩ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, যা ইতোমধ্যে সমাধান হয়েছে।

কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চেষ্টা করছে বলে অভিযোগ করে আইএসপিআর।

এ প্রেক্ষিতে, এই বিষয়ে সঠিক তথ্য জানাতে ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে এবং সকলকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব ও আস্থার সঙ্গে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

Share this news