গণঅভ্যুত্থানে পুনর্বাসন অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টা পরিষদের কমিটি গঠন
Published :
Updated :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের জন্য প্রণীত অধ্যাদেশের খসড়া পুনর্গঠন ও সামগ্রিক পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৫ মে) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’র খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হয়। এ খসড়ার পুনর্গঠন ও বিস্তারিত পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এছাড়া সভায় ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’র খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে এই অধ্যাদেশের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।