Bangla
2 days ago

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন

গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা দায়ী: চিফ প্রসিকিউটর

Published :

Updated :

জুলাই-আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের দায়  শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। 

আজ সোমবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

বেলা ১১টার দিকে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, হত্যার উসকানি, প্ররোচনা এবং সরাসরি নির্দেশনার মতো পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, এই ঘটনায় শেখ হাসিনা কেবল রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে দায় এড়াতে পারেন না। তিনি গণহত্যার পেছনে মূল উসকানিদাতা, পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুরুতে তদন্তের আওতায় কেবল শেখ হাসিনাকে রাখা হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়।

Share this news