Bangla
7 months ago

গণঅভ্যুত্থনে আহতদের চিকিৎসা: আরও সাতজন গেলেন থাইল্যান্ডে

Published :

Updated :

জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার (২০ মে) সকালে বাংলাদেশ বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটে তারা দেশ ছাড়েন। থাইল্যান্ডে পৌঁছে তারা একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেবেন।

আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর চিকিৎসাধীন সাতজন রয়েছেন। এর মধ্যে বিএমইউতে চিকিৎসাধীন আব্দুল জব্বারের মূত্রথলির পাশে এখনও একটি গুলি রয়েছে।

সিএমএইচে চিকিৎসাধীন আশরাফুলের পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। তিনি গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের সময় আহত হন। নিউরোসায়েন্স ইনস্টিটিউটের একজন তরুণের বাম পা প্যারালাইজড হয়েছে। অন্যরা স্নায়বিক আঘাতজনিত কারণে চলাফেরা করতে পারছেন না এবং চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

এই সাতজনসহ এ পর্যন্ত মোট ৪৭ জন আহত আন্দোলনকারীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। তাদের অনেকে ইতোমধ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

এর আগে, সর্বশেষ খোকন চন্দ্র বর্মন মুখের রিকনস্ট্রাকশন সার্জারির প্রথম ধাপ শেষে ৭ মে রাশিয়া থেকে দেশে ফিরেছেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, সামনে আরও ২০ জনের বেশি আহত ব্যক্তিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে।

আহতরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share this news