Bangla
a year ago

গণপিটুনিতে জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীমের মৃত্যু

Published :

Updated :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা গণপিটুনির শিকার হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। জানা গেছে, ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় কিছু শিক্ষার্থী তাকে দেখতে পান।

এরপর উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে সোপর্দ করেন। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

গুরুতর আহত অবস্থায় শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু রাত ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ও শামীমের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শামীম মোল্লা আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ীর ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

Share this news