Published :
Updated :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতায় রিকশাচালক রমজান মুন্সী (৩২) ঢামেকে মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজন। এর আগে নিহত হন সোহেল মোল্লা (৩৫), দীপ্ত সাহা (২৫), ইমন তালুকদার (১৭) ও রমজান কাজী (১৮)।
এ ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ঢামেকে চিকিৎসাধীন।