Bangla
7 days ago

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ

Published :

Updated :

রোববার (২০ এপ্রিল) স্থানীয় সরকার সংস্কার কমিশন, গ্রাম আদালত বিলুপ্ত করার সুপারিশ করেছে। বিকেলে এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে কমিশন।

পরে সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন স্থানীয় সরকার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, গ্রাম আদালত বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। উপজেলাতে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং এডিআর চালু করার সুপারিশ করেছে স্থানীয় সরকার কমিশন। এটি চালু করা গেলে সাধারণ মানুষ দ্রুত বিচার পাবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার মুখে মুখে থাকলেও এতদিন এটা স্থানীয় সরকারের চরিত্র ছিল না। উপর থেকে চাপিয়ে দেয়া। সেই ব্রিটিশ আমল থেকেই এমনটা। একটা সিঙ্গেল শিডিউলে স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠানে ইলেকশন করার সুপারিশ দিয়েছে কমিশন। 

Share this news