Published :
Updated :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগের বাসিন্দারা, যেখানে একদিনেই ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগভিত্তিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা হলো—চট্টগ্রামে ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন।