Bangla
3 days ago

গুজরাটে গ্রেপ্তার ১ হাজার বাংলাদেশি

Published :

Updated :

গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, আহমেদাবাদ থেকে ৮৯০ এবং সুরাট থেকে ১৩৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানকে গুজরাটের এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

 দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রী বলেন, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের পুলিশ আত্মসমর্পণ করতে বলেছে, তবে যারা তা মানবে না তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই জাল নথি ব্যবহার করেছিল এবং কিছু ব্যক্তি মাদক চোরাচালান ও মানবপাচারের সাথে জড়িত ছিল। 

মন্ত্রী জানিয়েছেন, এসব বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা শিগগিরই নেওয়া হবে এবং যারা তাদের জাল নথি তৈরি করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

Share this news