Bangla
2 days ago

গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচারে হাইকোর্টের রুল

Published :

Updated :

সুপ্রিম কোর্টে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার না করার কারণ ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২০ মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 

এর আগে, গত ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচারের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়।

এই রিটটি দায়ের করেন ১০ জন, যাদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্ট ও ঢাকার নিম্ন আদালতের আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী এবং আইনের শিক্ষার্থী। তাদের মধ্যে আছেন সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, যায়েদ বিন আমজাদ, মাহমুদুল হাসান, সাব্বির আহমদ এবং আরও চারজন আইনের ছাত্র।

এ রিটে বিবাদী করা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে।
 

Share this news