Published :
Updated :
মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা গোপালগঞ্জে পৌঁছেছেন।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে তারা পৌরপার্কে আয়োজিত সমাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশে প্রথম বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিতে শুরু করলে সমাবেশস্থল জুড়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো অনুষ্ঠানস্থল।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাঁরা সবাই হাসনাতের সঙ্গে আওয়াজ মিলিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।
তবে সমাবেশ শুরুর আগেই, দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সাউন্ড বক্স, মাইক, চেয়ারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করে।
এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালানো হয়।