Published :
Updated :
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল থেকে তিনি নিজেই হেঁটে বের হন। এ সময় হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জাতির উদ্দেশে যা বলার ছিল, সব কথা বলতে পারিনি—আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় বলার সুযোগ হবে। আমার অসুস্থতায় যারা উদ্বিগ্ন হয়েছেন, দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় চেয়েছি, আমার কোনো কাজ যেন দেশের ক্ষতির কারণ না হয়।”
তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু জামায়াতের একার দায়িত্ব নয়, সব রাজনৈতিক দলকেই এ লড়াইয়ে সম্পৃক্ত হতে হবে। কারণ, যদি দেশ দুর্নীতিমুক্ত না হয়, তাহলে কোনোকিছুই সঠিক পথে অগ্রসর হতে পারবে না।”
এ সময় তার ব্যক্তিগত সহকারী (পিএস) নজরুল ইসলাম জানান, তিনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। কোনো সমস্যা নেই। দোয়া করবেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। তখনই তাকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল।