Bangla
2 days ago

হাত হারানো নাঈম হাসানকে ১০ লাখ টাকার চেক দিলেন কারখানার মালিক

Published :

Updated :

সাড়ে তিন বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী নাঈম হাসান নাহিদকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকার চেক দিয়েছেন কারখানার মালিক হাজী ইয়াকুব। বৃহস্পতিবার (৮ মে) আদালত পরবর্তী শুনানি ১৩ মে নির্ধারণ করেন।

আদালতে শিশুর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুককে ১০ লাখ টাকার পে অর্ডার বুঝিয়ে দেন কারখানা মালিকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

গত বছরের ১৯ নভেম্বর শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

এদিকে, ২০২০ সালের নভেম্বরে শিশুশ্রমের করুণ পরিণতির পর নাঈমের বাবা আদালতে রিট করেন। তার অভিযোগ ছিল যে, ভৈরবের একটি ওয়ার্কশপে কাজ করার সময় নাঈমের হাত মেশিনে ঢুকে যায়, ফলে তার ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
 

Share this news