Bangla
4 days ago

ভারতীয় ভিসা সীমিত

হিলি স্থলবন্দরে যাত্রী চলাচল প্রায় বন্ধ

Published :

Updated :

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে একদিকে সরকারের রাজস্ব আয় কমছে, অন্যদিকে কর্মহীন হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে প্রতিদিন দুই দেশের কয়েক শতাধিক পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও এখন সেই সংখ্যা নেমে এসেছে ৮০-৯০ জনের মধ্যে। 

ভারতের সীমিত স্টুডেন্ট ও মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের ধস নেমেছে এবং যাত্রী চলাচলও কার্যত বন্ধের পর্যায়ে চলে এসেছে।  

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ব্যবসার প্রয়োজনে ভারতে যাওয়া সম্ভব না হওয়ায় তাদের অনেক সমস্যা হচ্ছে। পণ্য আমদানির জন্য এখন ভিডিও কল বা ছবি দেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে।  

চেকপোস্ট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রী সংখ্যা শূন্যের কোটায় চলে আসায় রাজস্ব আয়ও তলানিতে। পরিস্থিতির উন্নতি না হলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

Share this news