Bangla
3 days ago

হজযাত্রীদের জন্য মোবাইল অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন

Published :

Updated :

সরকারি ব্যবস্থাপনায় তৈরি প্রথম হজ সহায়ক মোবাইল অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, হজযাত্রীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সহায়তা করতেই এই অ্যাপ চালু করা হয়েছে।

এতে স্বাস্থ্যসেবা, তথ্য সেবা এবং যাত্রাসহ নানা গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত থাকায় হাজিরা হজ পালনে আরও মনোযোগী হতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, চলতি বছরের হজযাত্রা থেকেই ‘লাব্বায়েক’ অ্যাপ ব্যবহার করা যাবে। একই সঙ্গে আগামী বছর থেকে যেন হজের প্রস্তুতি নেওয়ার সময় থেকেই মানুষ অ্যাপটির সহায়তা নিতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news