Bangla
2 days ago
হত্যা মামলায় আটক সাবেক এমপি মমতাজ, সাত দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ
Published :
Updated :
আটককৃত সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মিরপুর থানার একাধিক সূত্র জানায়, এ ঘটনায় তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে আদালতে হাজির করা হবে।
আজ মঙ্গলবার (১৩ মে) জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলার আসামি মমতাজ বেগম। তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গতকাল সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাব রেস্টুরেন্টের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।