Bangla
4 days ago

ইইউ-মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ৩০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা চিঠিতে তিনি এ ঘোষণা দেন।

মেক্সিকোর প্রেসিডেন্টের উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প জানান, মেক্সিকো অবৈধ অভিবাসন ও ফেন্টানাইল পাচার ঠেকাতে কিছু উদ্যোগ গ্রহণ করলেও দেশটি এখনো মাদক কারবারিদের রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি অভিযোগ করেন, মেক্সিকো এখনো অঞ্চলটিকে ‘মাদক পাচারকারীদের নিরাপদ এলাকা’ হয়ে ওঠা থেকে রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠেছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমরা বহু বছর ধরে ইইউর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করে আসছি। কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের শুল্ক এবং অশুল্ক সীমাবদ্ধতার কারণে আমাদের যে স্থায়ী ও গভীর বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, তা আর সহ্য করা সম্ভব নয়। এই বাণিজ্য সম্পর্ক একতরফা ও অনায্য।”

ট্রাম্পের দাবি, পারস্পরিক ভিত্তিতে এই নতুন শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভারসাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে।

তার সাম্প্রতিক এ ঘোষণার মধ্য দিয়ে তিনি এখন পর্যন্ত ২৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য রাষ্ট্রের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছেন। 

Share this news