Bangla
2 days ago

ইইউ পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। 

আজ শুক্রবার (২৩ মে) তিনি এই সতর্কবার্তা দিয়ে বলেন, ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা কোনও অগ্রগতি দেখাচ্ছে না।

মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেন, যার ফলে বৈশ্বিক বাণিজ্যে কিছুটা স্থিতিশীলতা দেখা দিয়েছিল। তবে এর মধ্যেই ইউরোপীয় দেশগুলোর পণ্যের ওপর নতুন করে উচ্চ শুল্কের হুমকি দিলেন তিনি।

নিজের সামাজিকমাধ্যম 'ট্রুথ'-এ ট্রাম্প লেখেন, ইইউর বাণিজ্যিক বাধা, ভ্যাট-ট্যাক্স, অযৌক্তিক করপোরেট জরিমানা, আর্থিক কারসাজি এবং আমেরিকান কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক মামলার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিবছর প্রায় ২৫০ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, ইইউর সঙ্গে আলোচনা কোনো ইতিবাচক ফল দিচ্ছে না। তাই আগামী ১ জুন ২০২৫ থেকে ইইউভুক্ত দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন তিনি।

ট্রাম্পের এই হুমকির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে, ইউরোপীয় দেশগুলোর বেশিরভাগ পণ্যের ওপর ট্রাম্প ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে আলোচনা শুরুর ইঙ্গিত আসায় সেটি কমিয়ে ১০ শতাংশ করা হয়, যা ৮ জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন।

Share this news