Bangla
2 days ago

ইরানের বান্দর আব্বাসে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭০

Published :

Updated :

ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার বন্দর বান্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে, আর আহত হয়েছেন ১,২০০ জনেরও বেশি। সোমবার (২৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায়। খবর রয়টার্সের। 

বিস্ফোরণের দুই দিন পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। তবে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

শনিবারের ওই বিস্ফোরণ ঘটে বন্দরের 'শহীদ' সেকশনে, যা ইরানের সবচেয়ে বড় কনটেইনার হ্যান্ডলিং এলাকা। বিস্ফোরণের পর থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল, কিন্তু দমকা হাওয়া ও কনটেইনারে থাকা দাহ্য পদার্থের কারণে বারবার আগুন জ্বলছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, কিছু কনটেইনার থেকে বিষাক্ত গ্যাসও নির্গত হচ্ছে।

হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।

এছাড়া জানানো হয়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কনটেইনারগুলো সরিয়ে ফেলতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। 

Share this news