Bangla
6 days ago

ইসির ওয়েবসাইটে নেই আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক, যা জানালো ইসি সচিবালয়

Published :

Updated :

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। 

আজ বুধবার ( ১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) লেখা থাকলেও প্রতীক হিসেবে ‘নৌকা’ আর নেই।

এ বিষয়ে ইসি সচিবালয় জানায়, নৌকা প্রতীক নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। অর্থাৎ, দলটি যদি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়, তখনই প্রতীক তফসিল থেকে বাদ দেয়া হবে।

সচিবালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে ওয়েবসাইটে সেই তথ্য বা প্রতীক সরিয়ে ফেলতে পারে কমিশন। এবারের ঘটনাও সেরকম একটি নিয়মের আওতায় হয়ে থাকতে পারে।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে গত ১৩ জুলাই সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও এখনই নৌকা প্রতীক বাতিল করা হচ্ছে না, একইভাবে শাপলা প্রতীক যুক্ত করারও কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে ওইদিন দুপুরে নিবন্ধন স্থগিত থাকার পরেও ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় থাকার প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা প্রতীকটি অবিলম্বে বাদ দেয়ার দাবি তোলে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের পতন ঘটে। এরপর চলতি বছরের ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এর পরপরই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

Share this news