Bangla
4 months ago

ইসলামী ব্যাংকের নতুন বোর্ড ও ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published :

Updated :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মঙ্গলবার তার নবগঠিত পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে।

ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আব্দুল জলিল; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান; মো. আব্দুস সালাম, এফসিএ, এফসিএস, অডিট কমিটির চেয়ারম্যান; মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, স্বাধীন পরিচালক; এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. সারওয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন। সভায় অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীসহ উইং ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

Share this news