Bangla
3 days ago

ইশরাক হোসেনের গেজেট প্রকাশ বিষয়ে মতামতের অপেক্ষা করেনি ইসি: আসিফ নজরুল

Published :

Updated :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণা করতে গেজেট নোটিফিকেশনের জন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের মতামতের জন্য অপেক্ষা করেনি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

ইসি নিজের সিদ্ধান্তেই গেজেট নোটিফিকেশন করেছে বলে জানান তিনি। 

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরও জানান, ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। তবে, কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা। 

এছাড়া, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তার কোন বক্তব্য নেই। এটি নির্বাচন কমিশনের বিষয়। 

যারা মামলায় বিজয়ী হতে চাইছে তাদের প্রশ্ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

Share this news