
Published :
Updated :

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের (ইসি) গেজেট কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৯ মে) দিন নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্যও দিন রেখেছে আপিল বিভাগ।
আজ বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। আর ইশরাক হোসেনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার একেএম আহসানুর রহমান।
এর আগে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেট প্রকাশের বৈধতা নিয়ে করা লিভ টু আপিলটি আপিল বিভাগের চেম্বার জজ আদালত থেকে নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ হয়। মঙ্গলবার (২৭ মে) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত শুনানির দিন ঠিক করেন।
গত ২২ মে হাইকোর্ট এ বিষয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দেয় এবং একই দিন পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করে। এরপর ওই আদেশের বিরুদ্ধে ২৫ মে লিভ টু আপিল দায়ের করা হয়।
লিভ টু আপিলটি আপিল বিভাগের চেম্বার জজ আদালতের মঙ্গলবারের কার্যতালিকায় ১২৫ নম্বরে ওঠে।
এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামীকাল নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের (তৎকালীন) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং ২ ফেব্রুয়ারি ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন তাপস।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবিতে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক। পরে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা দক্ষিণসহ অন্যান্য সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাকের করা মামলার রায় দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.