Bangla
2 days ago

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিটের রায় বুধবার

Published :

Updated :

হাইকোর্ট মঙ্গলবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে করা রিট আবেদনের রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেছেন।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে এ দিন নির্ধারণ করা হয়।

রিটকারীর পক্ষে সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, ইশরাক হোসেনের পক্ষে অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানিতে অংশ নেন।

এর আগে, গত ১৩ মে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়, যেখানে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা চাওয়া হয়।

রিটে আরও বলা হয়, ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক যে রায় দিয়েছেন, তা প্রতারণামূলক এবং এ জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশীদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

এর আগে ২৭ মার্চ ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে।

২৮ এপ্রিল মামুনুর রশীদসহ দুইজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান, যেখানে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

সেই নোটিশে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ ও তাকে শপথ না করানোরও আহ্বান জানানো হয়।

এদিকে, বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা তাকে দ্রুত মেয়র হিসেবে শপথের দাবিতে মঙ্গলবার টানা ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

Share this news