Bangla
2 days ago

ইশরাক হোসেনকে শপথ না পড়াতে রিট: খারিজ করলো হাইকোর্ট, আপিল করার ঘোষণা রিটকারী আইনজীবীর

Published :

Updated :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন রিটকারী আইনজীবী কাজী আকবর আলী।

২২ মে সকালে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী রিটটি খারিজ করে দেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আদালতের আদেশে ইশরাকের শপথে আর কোনো বাধা নেই এবং তাকে ২৬ মে এর মধ্যে শপথ নিতে হবে। তাকে শপথ না পড়ালে আদালত অবমাননার অভিযোগ উঠবে। 

Share this news