Bangla
2 days ago

ইশরাকের মেয়র পদের গেজেট প্রকাশে ইসির ব্যাখ্যা

Published :

Updated :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন, সময়মতো আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া যায়নি। তবে ১০ দিনের আইনি বাধ্যবাধকতার কারণে গেজেট প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকাতে ৫৬টি এলাকা চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের একাধিক ভোটার আইডি রয়েছে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি বাতিল করা হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে সেগুলো আজই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানান তিনি।

আজ বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করে বিএনপির ইশরাক হোসেন। গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল রায়ে তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এর প্রেক্ষিতেই ২৭ এপ্রিল রাতে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

Share this news