Bangla
2 days ago

ইশরাকের শপথ দাবিতে নগরভবন ঘেরাও, গুলিস্তানে যান চলাচল বন্ধ

Published :

Updated :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চারদিনের আন্দোলনের পর নগরভবন ঘেরাও কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা। এই কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন তারা, ফলে ওই ব্যস্ত এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে বিক্ষোভকারীরা গুলিস্তান মাজারের সামনে অবস্থান নেন এবং সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এর প্রভাবে বংশাল ও পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল গুলিস্তানে এসে জড়ো হয় এবং নগরভবনের সামনে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন— “শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই”, “শপথ নিয়ে তালবাহানা চলবে না”, “দফা এক, দাবি এক—আসিফের পদত্যাগ”, “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই”।

ইশরাকপন্থি কর্মকর্তা ও কর্মচারীরা নগরভবনের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন, যার ফলে নগরভবনে প্রবেশ বন্ধ হয়ে গেছে এবং সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন না ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝে পাচ্ছেন, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন অভিযোগ করেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে তার পক্ষে মামলা করা হলেও, তৎকালীন মেয়র তাপস প্রভাব খাটিয়ে তা আটকে রাখার চেষ্টা করেন। তিনি দাবি করেন, তখন আদালত ছিল সরকারের প্রভাবাধীন। তবে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। এখন যারা সেই রায়ের বিরোধিতা করছেন, তারা আদালত অবমাননা করছেন।

তিনি আরও বলেন, গেজেট প্রকাশের ২০ দিন অতিক্রম করলেও তাকে শপথ করানো হয়নি, অথচ তিনি শপথ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনাল তাপসের বিজয় বাতিল করে বিএনপির ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামত চায়।

Share this news