Published :
Updated :
ইতালির ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে ডুবে মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশি কিশোর আব্দুস সামাদ (১২)-এর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় দুপুরে পরিবারসহ পিকনিকে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সামাদ তার পরিবার ও কয়েকটি পরিচিত পরিবারসহ বনভোজন করতে লেক এলাকায় গিয়েছিল। দুপুরের খাবারের পর সবাই লেকে গোসল করতে নামলে সামাদ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা লেক থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুস সামাদ ইতালির ভেনিস শহরের একটি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আবু বকর সিদ্দিক ভেনিসে এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান। পরিবারটি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছে।
সামাদের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায়। মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ দেশে আনা হবে নাকি ইতালিতেই দাফন করা হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি।