Bangla
2 days ago

ইউআইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Published :

Updated :

অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

রবিবার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান এক বার্তায় এ ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিনসহ মোট ১১ জনের পদত্যাগের কারণে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার (২৮ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

পদত্যাগ করা শিক্ষকদের স্থলে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এই বন্ধ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এর আগে শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিংয়ে জানান, তারা উপাচার্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ছাড়া বাকি শিক্ষকদের পদত্যাগ চান না। একই সঙ্গে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় পরিচালনায় সংকট তৈরি হওয়ায় শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Share this news