Bangla
7 days ago

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে নেপালের আদালতের রায়ের খবর মিথ্যা: এয়ারলাইনস কর্তৃপক্ষ

Published :

Updated :

নেপালের একটি আদালত ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে দাবি করা হয়েছে এক সংবাদপত্রে। এয়ারলাইনসটি এ খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে অভিহিত করেছে।

আজ শনিবার এক বিবৃতিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, সম্প্রতি নেপালের কোনো আদালত তাদের বিরুদ্ধে কোনো রায় দেননি। 

তাদের দাবি, কাঠমান্ডু পোস্ট নামক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন এবং অসত্য তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত। তারা আরও জানায়, বাংলাদেশের সংবাদমাধ্যমের উচিত হবে না, অন্য দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের ওপর নির্ভর করে আদালতের কোনো রায় ছাড়া সংবাদ পরিবেশন করা।

এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, "এই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশের জন্য আমরা কাঠমান্ডু পোস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।"

এটি উল্লেখ্য যে, ২০১৮ সালের মার্চ মাসে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট দুর্ঘটনায় পড়েছিল, যাতে ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ওই বিমানটি বিধ্বস্ত হয়েছিল। 

Share this news