Bangla
9 days ago

ইউএসটিআরের সঙ্গে বৈঠকে শুল্ক হ্রাসে আশাবাদী বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) সঙ্গে বৈঠকের মাধ্যমে আরোপিত শুল্ক কমে আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার, সেক্ষেত্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তিসঙ্গত নয়। তবে আলোচনার মাধ্যমে এই শুল্ক হ্রাস সম্ভব বলে তিনি মনে করেন।

অর্থ উপদেষ্টা আরও জানান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং বাণিজ্য সচিবও সেখানে যাচ্ছেন। আগামী ৯ জুলাই ইউএসটিআরের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে, সেটি আনুষ্ঠানিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এবার সরাসরি (ওয়ান-টু-ওয়ান) আলোচনা হবে এবং এতে ভালো ফলাফল আশা করা যাচ্ছে। আলোচনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ প্রতিনিধি দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।

Share this news