Bangla
4 months ago

ইউজিসির চেয়ারম্যান হলেন অধ্যাপক এস এম এ ফয়েজ

Published :

Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফয়েজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

অধ্যাপক ফয়েজ চার বছরের জন্য ইউজিসি চেয়ারম্যান থাকবেন এবং নিয়ম অনুযায়ী বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যোগদানের দিন থেকেই তার নিয়োগ প্রযোজ্য হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ফয়েজ ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

তিনি সেপ্টেম্বর ২০০২ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ইউজিসি চেয়ারম্যান হিসেবে অধ্যাপক কাজী শহীদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক ফয়েজ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ও রদবদলের মধ্যে ১১ আগস্ট কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেন।

Share this news