Bangla
a day ago

ইউক্রেনে ‘রক্তপাত’ বন্ধে পুতিন-জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন ট্রাম্প

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনার উদ্দেশ্যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এই ফোনালাপ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেন, তার মূল লক্ষ্য হলো “রক্তপাত বন্ধ করা।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (১৮ মে) এ তথ্য জানায়।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, সোমবার সকাল ১০টায় (যুক্তরাষ্ট্রের সময়) এই আলাপ অনুষ্ঠিত হবে। এর পরপরই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটো সদস্য দেশের নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।

এদিকে তুরস্কের ইস্তাম্বুলে তিন বছর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও বড় কোনো অগ্রগতি হয়নি। তবে বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তি হয়েছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য ট্রাম্প পুতিনকে আমন্ত্রণ জানালেও, পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের মতে, যুদ্ধ থামানোর জন্য বাস্তব অগ্রগতি সম্ভব তখনই, যখন তিনি ও পুতিন সরাসরি সাক্ষাৎ করবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে, ট্রাম্প-পুতিন ফোনালাপের প্রস্তুতি চলছে এবং আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, “আশা করছি, সোমবার একটি সফল দিন হবে। যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই নির্মম যুদ্ধ—যার শুরুই হওয়া উচিত ছিল না—তার অবসান ঘটবে।”

এদিকে ইউরোপীয় নেতারা অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য ফোনালাপে যুদ্ধবিরতি এবং ভবিষ্যতের মুখোমুখি আলোচনার বিষয়টি আলোচনায় আসতে পারে।

Share this news