ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিওন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ
Published :
Updated :
ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওনে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ ও আল জাজিরার বরাতে জানা গেছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিমান চলাচল কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
চলতি মাসের শুরুতেও হুথি বিদ্রোহীরা—যারা ইরানের সমর্থনপুষ্ট—একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিওন বিমানবন্দরের আশপাশে নিক্ষেপ করে। সে ঘটনায় একটি রাস্তা ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ রাখা হয়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়। পাশাপাশি, ইয়েমেন থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে বলে জানায় তারা।
হুথি বিদ্রোহীরা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।