Bangla
2 days ago

জাফলংয়ে পাথর লুট: অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা

Published :

Updated :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পাথর লুটের ঘটনায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মোনায়েম পরিবেশ সংরক্ষণ ও খনিজ সম্পদ আইনে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

মামলায় উল্লেখ করা হয়, গত ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন গভীর রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে স্থানীয় পাথর চোরাকারবারীদের নেতৃত্বে ৫০-৬০টি বারকি নৌকায় করে অজ্ঞাত পরিচয় ১০০-১৫০ জন ব্যক্তি জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় ৪০-৫০ হাজার ঘনফুট পাথর চুরি করে নিয়ে যায়। এসব পাথরের বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। চোরাকারবারীরা দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে নদী এলাকা থেকে পাথর সংগ্রহ করে বিভিন্ন নৌযান ও যানবাহনের মাধ্যমে সরিয়ে ফেলে।

ওসি তোফায়েল আহমেদ জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে ১৫ আগস্ট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব অজ্ঞাত ১৫০০-২০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান।

Share this news