
Published :
Updated :

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে।
আজ রোববার (১ জুন) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. শফিকুর রহমানের গোপনে কাতারের দোহা সফর সংক্রান্ত যে তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
তিনি স্পষ্ট করে জানান, জামায়াত আমির কোনো দেশেই সফর করেননি এবং ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত তিনি দেশেই ছিলেন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ২৮ মে সকালে ডা. শফিকুর রহমান শাহবাগ মোড়ে সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেন এবং মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে মতবিনিময় করেন। বিকেলে তিনি মগবাজার কাজী অফিস লেনে অধ্যাপক গোলাম আযমের কবর এবং আজিমপুরে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এটিএম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন।
২৯ মে তিনি দিনভর বসুন্ধরার নিজ বাসায় এবং রাতের বেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন। ৩০ মে ভোর থেকে সকাল পর্যন্ত ছাত্রশিবিরের এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন এবং বাদ মাগরিব দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় তার উপস্থিতির সিসিটিভি ফুটেজ অফিসে সংরক্ষিত আছে, যেটি যে কেউ দেখে নিতে পারেন।
৩০ ও ৩১ মে রংপুর-দিনাজপুর অঞ্চলের দুইদিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যার ভিডিও সামাজিক মাধ্যমে ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। ৩১ মে তিনি সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সৈয়দপুর যান এবং সেদিন সন্ধ্যায় ঢাকায় ফেরেন।
বিবৃতিতে আরও জানানো হয়, কারও যদি সন্দেহ থাকে, তাহলে ইমিগ্রেশন বিভাগের তথ্যও যাচাই করা যেতে পারে।
মাওলানা মা’ছুম আরও বলেন, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। জামায়াত আমিরকে জনমনে বিতর্কিত ও হেয় করার অপচেষ্টা। দলটির পক্ষ থেকে এসব মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.