Published :
Updated :
জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আইআরআই প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক মি. স্টিফেন সিমা, উপপরিচালক মি. ম্যাথিউ কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ।
জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠকে তারা ২০২৪-এর গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা করেন।