Bangla
3 days ago

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলতি সপ্তাহে

Published :

Updated :

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারে করা আপিলের শুনানি এ সপ্তাহে আবার শুরু হতে যাচ্ছে। আদালতের কার্যতালিকা অনুযায়ী আগামী মঙ্গলবার বা বুধবার মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হবে।

আজ রোববার (৪ মে) আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ তথ্য জানিয়েছেন। 

জামায়াতের পক্ষে আপিল শুনানির আবেদন উপস্থাপন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এ সময় আদালত বলেন, বিষয়টি কার্যতালিকার পর্যবেক্ষণে রাখা হবে এবং নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে তার সঙ্গে আইনজীবী শিশির মনিরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ এই আপিলের শুনানি শুরু হয়েছিল। এর আগে, ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগের এক আদেশের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করা হয়। এতে জামায়াতের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেতে আইনি লড়াইয়ের পথ খুলে যায়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

Share this news