জামায়াতের সমাবেশে যাওয়ার পথে ভাঙ্গায় বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
Published :
Updated :
ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের কাছে খুলনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ (৫২) ও একই উপজেলার আমানত শেখ (৫৫)। দুর্ঘটনায় আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান এবং আমানত শেখ পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পুলিশ জানায়, খুলনা থেকে জামায়াতের শতাধিক বাস ঢাকার সমাবেশে অংশ নিতে রওনা দেয়। ভাঙ্গায় যাত্রাবিরতির সময় গাড়ির ব্যানার ঠিক করতে গেলে রয়্যাল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে আনিসুর রহমান ও ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা গেছেন। আহতদের চিকিৎসা চলছে।