জাতীয় রাজস্ব বোর্ডকে বিশেষায়িত বিভাগে উন্নীতের ঘোষণা অর্থ মন্ত্রণালয়ের
Published :
Updated :
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দেওয়া হবে। একইসঙ্গে বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) এবং বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করেই এনবিআরকে অধিক কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পূর্বঘোষিত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার (২৫ মে) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত ২২ মে’র অর্থ মন্ত্রণালয়ের প্রেস নোটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, কিছু বিষয়ে এখনও বিভ্রান্তি রয়ে গেছে।
এ প্রেক্ষাপটে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডকে স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ চলমান থাকবে। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) এবং বিসিএস (কর) ক্যাডারের অধিকার ও স্বার্থ অক্ষুণ্ন রেখে, এনবিআর শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি আলাদা করার কাঠামো চূড়ান্ত করা হবে জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে।
এছাড়া, ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধন করা হবে এবং সেই পর্যন্ত বর্তমানে জারি করা অধ্যাদেশটি কার্যকর হবে না।
অর্থ মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই ঘোষণার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আদায় ও সেবার দায়িত্বে থাকা সব দপ্তর দ্রুত পূর্ণ উদ্যমে তাদের কার্যক্রম শুরু করবে।