Bangla
2 days ago

জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই: মুজিবুর রহমান চুন্নু

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু দাবি করেছেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করেননি তারা। 

তিনি আরও বলেন, "যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।" 

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে দলের ১০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

চুন্নু আরও বলেন, "গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। ভুলভ্রান্তি আমার থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু আমরা সর্বদা দলের সিদ্ধান্ত অনুসরণ করেছি।" 

বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সময় আমাদের বিরুদ্ধে অনেক কটূক্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের কিছু রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের স্বৈরাচারের সহযোগী হিসেবে আখ্যায়িত করেছে।"

তিনি আরও জানান, "আমরা জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই, আধুনিক গণতন্ত্র মানার একটি মডার্ন ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা দেশের মানুষের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে চাই।"   

Share this news