Bangla
2 days ago

জবি ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা

Published :

Updated :

দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, “আমরা দাবি আদায় না করে ঘরে ফিরব না। এখন থেকে জবির কোনো শিক্ষা বা পরীক্ষা কার্যক্রম চলবে না।”

তিনি পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, “আমার চোখের সামনে শিক্ষার্থীদের কেউ আঘাত করলে ভালো ফল হবে না।”

২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাকরাইলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। কেউ রাস্তায় রাত কাটিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Share this news