ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যা: মূল অভিযুক্ত মোবারক আলী গ্রেপ্তার
Published :
Updated :
ঝালকাঠি সদর উপজেলার সেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে বাবুই পাখির বাসা ধ্বংস এবং ছানা হত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মোবারক আলী ফকির (৭০) গ্রেপ্তার হয়েছেন।
বন বিভাগের মামলার ভিত্তিতে পুলিশ সোমবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন বিভাগ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের এক সদস্য থানায় আরেকটি মামলা করেন।
গত ২৭ জুন সরকারি খাস জমিতে থাকা একটি তালগাছ কেটে ফেলা হয়, যেখানে বাবুই পাখির বহু বাসা ছিল। স্থানীয়দের অনুরোধ উপেক্ষা করে গাছটি কেটে ফেলা হয়। ফলে ধ্বংস হয় ৪৭টি বাসা, ৯৬টি ছানা এবং ২৪টি ডিম।
ঘটনার পরপরই বন বিভাগ ও স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
বন বিভাগ এরই মধ্যে ঘটনাস্থলে তালগাছের চারা রোপণ করেছে এবং স্থানীয়ভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বাড়াতে কার্যক্রম শুরু করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে বন্যপ্রাণী হত্যা ও তাদের আবাসস্থল ধ্বংসের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।