জুলাই আন্দোলনকারীদের ওপর ৯ মাসে ৩৬ হামলা, ৪৮ শতাংশ হামলায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা: পিআইবি
Published :
Updated :
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর এক গবেষণা অনুযায়ী, গত ৯ মাসে দেশে বিভিন্ন স্থানে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া ব্যক্তিদের এবং তাদের পরিবারকে লক্ষ্য করে অন্তত ৩৬টি হামলা হয়েছে।
এই গবেষণাটি করেছে পিআইবি’র ফ্যাক্ট চেক মিডিয়া এবং গবেষণা শাখা ‘বাংলাফ্যাক্ট’।
পিআইবি জানিয়েছে, মোট ৩৬টি হামলার মধ্যে ২৭টি ছিল রাজনৈতিক সংশ্লিষ্টতা যুক্ত। এই হামলাগুলোর মধ্যে অন্তত ১৩টি হামলার (প্রায় ৪৮ শতাংশ) জন্য আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, এই আক্রান্তদের মধ্যে ৯ জনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে মনে রাখা জরুরি, আরও অনেক হামলা ঘটে থাকতে পারে যেগুলো গণমাধ্যমে প্রকাশ পায়নি, অথবা গবেষণাগত সীমাবদ্ধতার কারণে চোখে পড়েনি।
শুধু শারীরিক হামলাই নয়, গবেষণায় দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবরও ভাঙচুর করা হয়েছে। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে শহীদ ফয়জুল ইসলামের কবর ২৬ এপ্রিল এবং শহীদ সায়েমের কবর ১৪ মার্চ ভাঙচুর করা হয়।
সায়েমের মা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম এ হামলার সঙ্গে জড়িত।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা গেছে, ২৭টি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট হামলার মধ্যে সর্বাধিক সংখ্যক ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। তারা ১৩টি হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।