Bangla
13 days ago

জুলাই বেঁচে থাকলে আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই বেঁচে থাকলে আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না। গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘ভারতের সেবাদাসরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। দেশে মুজিববাদী কোনো রাজনীতির স্থান থাকবে না এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোনো স্থান নেই।’

সমাবেশের সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শহরের আলীপুরে জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন নেতারা। এরপর আলীপুর গোরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাজবাড়ীর দিকে পদযাত্রার উদ্দেশ্যে নেতাকর্মীরা রওনা হন।

এর আগে সকাল থেকেই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সংঘটিত সহিংসতার পর ফরিদপুরে সমাবেশ স্থলসহ শহর এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে আবৃত করা হয়। সেনাবাহিনী ছাড়াও পাঁচ শতাধিক পুলিশ, গোয়েন্দা বাহিনী, কোস্ট গার্ড ও র‍্যাব কঠোর অবস্থানে ছিল। 

Share this news