Published :
Updated :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কী ‘জুলাই চার্টার’ প্রকাশ করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি বলেন, “জুলাই চার্টার নিয়ে অনেকদিন ধরে কাজ চলছে। কিন্তু তাদের ধীর গতির কারণে জানি না তারা এটি প্রকাশ করতে পারবে কিনা। ১২ ফেব্রুয়ারি আমাদের পক্ষ থেকে একটি খসড়া চার্টার জমা দিয়েছিলাম। কিছুদিন আগে তারা সংশোধিত সংস্করণ চেয়েছিল, সেটাও জমা দিয়েছি। তারপরও তারা প্রকাশ করতে সক্ষম হচ্ছে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অডিটোরিয়ামে আজ মঙ্গলবার (১৫ জুলাই) ছাত্রদলের আয়োজিত “জন আন্দোলনের মোড় ঘুরে যাওয়া দিন” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আরও বলেন, “আমাদের প্রার্থনা, এই দিনটি আমাদের সকলের জন্য ঐতিহ্য ও গৌরবের দিন হয়ে উঠুক। আমরা ১৭ বছর ধরে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের জন্য সংগ্রাম করেছি। ১৭ বছর ধরে চলা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ পতিত হয়েছে। আমরা জুলাইকে তার ন্যায্য সম্মান দেব, আমরা এটি সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করবো। ভবিষ্যতে কেউ জুলাইকে কলঙ্কিত করতে পারবে না।”
অনুষ্ঠানে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়নসহ বেশ কিছু ছাত্র সংগঠনের নেতা উপস্থিত ছিলেন, তবে ছাত্রশিবিরের কোনো নেতা উপস্থিত ছিলেন না।