Bangla
2 days ago

জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

Published :

Updated :

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র তার কাছে যথেষ্ট দায়সারা মনে হয়েছে, যেখানে এক-দুইটি নির্দিষ্ট দলকে খুশি করার প্রবণতা স্পষ্ট।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ঐকমত্য কমিশনে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা চলছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে কথা বলছি—কিন্তু ঘোষণাপত্রের সঙ্গে এসবের কোনো সংযোগ রাখা হয়নি। ঘোষণাপত্রটি ত্রুটিমুক্ত হতে পারেনি। অনলাইনে দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থানপন্থি সব শক্তি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করছে।

ফুয়াদ মনে করেন, যদি জুলাই সনদ নিয়ে সবার মধ্যে ঐকমত্য হয় এবং ঘোষণাপত্রে সেই ভূমিকা যুক্ত করা যায়, তাহলে কিছুটা ঘাটতি পূরণ সম্ভব হবে। তার ভাষায়, ঘোষণাপত্রে যে আবেগ ও দরদ থাকার কথা ছিল, তা বাক্য, শব্দ কিংবা ভাষায় ফুটে ওঠেনি—এতে প্রাণের অভাব ছিল।

Share this news